✍️ গোবিন্দ ধর
নেই নেই করেও আমাদের একপাল গরুছিলো।
আর বাতানে কয়েকটি দুধেল মহিষ।
সব্জির বিছরা ছিলো।আর ছিলো ধানি জমি।
কোনোকালেই ছাগল আমাদের পোষে স্বাচ্ছন্দ পায়নি।
কিন্তু বরাবরই আমাদের ক্ষেতের ফসল
খেয়ে দিব্বি তারা মাঠে চরতো।
আজো ছাগল আমার পিছু পিছু ধানপাতা মুড়িয়ে খায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন