✍️ সম্পা কর্মকার
গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি যেমন...
খা খা করে উঠে..!
তেমনি হৃদয়ের কুটির থেকে,
যেনো আর্তনাদ বেরিয়ে আসে ।।
মনে হয় কি যেনো এক অব্যক্ত বেদনা...
মাথাচাড়া দিয়ে উঠছে ।।
মরুভূমির নিস্তব্ধ ঝড়,
হৃদয় সমুদ্রে তুলছে ঢেউ ।।
সমুদ্র সৈকতের বালুরাশির ঘরের মতো ভেঙ্গে হচ্ছে খন্ড বিখণ্ড ।।
মনে হচ্ছে,
কোথায় যেনো এক অসীম শূন্যতা ।।
.....প্রথম অংশ ।