✍️ তমাল দেবনাথ
হে ঈশ্বর।।
সকল মানুষ আর মানুষ নয়,
হয়ত আমিও নয় মানুষ।
এখনও আমাদের অনেকের কোনো,
তোমার প্রতি নেই হোষ।
হে ঈশ্বর।।
কত সময় কাটায় আমরা,
দিনে বেলা অবেলায়।
শুধু সময় থাকে না আমাদের,
তোমার ই পূজার বেলায়।
হে ঈশ্বর।।
শুধু দুঃসময়ে ডাকি তোমায়,
রক্ষা করো তুমি আমায়।
আনন্দের মাঝে ডুবে গেলে,
তোমার নাম ভুলে যায়।
হে ঈশ্বর।।
কষ্টের মাঝে থাকলে আমরা,
বলি দাও মোদের শক্তি।
সেই শক্তি পেলে আমরা,
ভুলে যায় তোমায় করতে ভক্তি।
হে ঈশ্বর।।
সকল মানুষ আজ মানুষ নয়,
হয়ত আমিও নয় মানুষ।
তোমার দয়ায় কাজ মিটে গেলে,
তোমার রাখিনা কোনো খোঁজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন