মনের কথা

       ✍️ সুধীর রায়                                         

না। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি,
ভালোবেসেছি শুধু মাত্র তোমার মনটাকে!
আমি ভালোবেসেছি তোমার মনের ভেতর লুকানো দুঃখ কষ্ট গুলো কে,
ভালোবেসেছি তোমার অনুভূতি গুলো কে।

না। আমি কখনোই তোমার শরীরটাকে ভালোবাসিনি,
তোমার রূপ,লাবন্য, যৌবন কোনোটাকেই ভালোবাসিনি!
ভালোবেসেছি শুধু তোমার ভেতরে লুকিয়ে থাকা সুন্দর মন নামক মানুষটাকে,
আমি ভালোবেসেছি তোমার ভেতর চুপ থাকা মানুষটাকে!

না। আমি তোমার লিপস্টিক পড়া রাঙ্গা ঠোঁটের হাসিটা কে ভালোবাসিনি!
অথবা তোমার বেগুনী রঙের শাড়ির আঁচল!
কিংবা কাজল কালো দুটো চোখ!
কোনো কিছুই আমার হৃদয় স্পর্শ করতে পারে নি!

শুধুমাত্র তোমার আচার-আচরণ,
তোমার শান্ত শীতল সত্য কথা গুলো আমার হৃদয়ে ভালোবাসার ঝড় তুলেছে!
যা কখনও কখনও আমাকে ভীষন ভাবে ভাবিয়ে তোলে!
আমার এ মন হয়তো কখনো তোমাকে যাবে না ভুলে।

জানিনা তুমি একে ভালোবাসা বলবে?
না,অন্য কিছু?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন