হৃদয়ের মানুষ

✍️ সৈকত মজুমদার

যে মানুষটা তোমার 
কারণে অকারণে পাশে থাকে,
তোমার হঠাৎ মন খারাপ বোঝে
নিজের ব্যস্ততা ফেলে
আগে তোমার ফোন তোলে,
তোমার ভালমন্দ বিচার না করে
পাশে থাকার প্রতিশ্রুতি দেয়,
সেই তোমার হৃদয়ের মানুষ। 

সেই মানুষের অগোচরে
যদি কখনো কেউ ফুল ছিঁড়ে
হৃদয়ের অনেকটা গভীরে লাগে। 

একটি মন্তব্য পোস্ট করুন