প্রেমিক মনের লেখা

   ✍️ দীপ্র দাস চৌধুরী

আলতো হাসি কয়েক মিনিট যেই ছড়ালে ঠোঁটে 
হৃদয় আমার পাগল হ'য়ে ঘোড়ার মতো ছোটে।

ছুটতে ছুটতে গ্রীষ্মকালীন আদ্রতাদের ভুলে-
ক্লিপের মতো জড়িয়ে পড়ে, তোমার খোলা চুলে...

সব হিসেবই বেঠিক দেখায়, সঠিক কেবল তুমি
আসলে তুমি কালবোশেখী, নইলে মরুভূমি। 

সব প্রাচীরেই বিভেদ থাকে, সব প্রেমেতে বিষাদ,
তবুও তুমি আসলে এ' মন পায় হারানো দিশা।

যা ছিল সব প্রাচীন কথা,  আজকে তাদের ছুটি
প্রেমেই নতুন ভিত তুলে আজ জীবন বাঁধুক খুঁটি।

তাই তো আমি ছুটছি কেবল, আদ্রতাদের ভুলে
আকাশ জুড়ে মেঘ জমে আজ তোমার খোলা চুলের...

জমতে জমতে বৃষ্টি নামুক, ভিজতে এ'মন চায়
হয় তো সবাই একেই বলে প্রেমিক মনের দায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন