✍️ অসীম দেববর্মা
মৈথুন ক্ষণেকের তৃপ্ততা,
এতে নেই কোনো মুগ্ধতা!
মুগ্ধতা তো,
প্রেমিকের - ঢেউ তোলা চুলে
তার মুখের হাসিতে
টোল পড়া গালে
তার চোখের চাহনিতে।
কথা বলার ভঙ্গিতে
তার আসাতে - যাওয়াতে
আলতো স্পর্শতে
তার আদর করে ডাকাতে
কাঁধে মাথা রেখে পাওয়া,
না- পাওয়া হিসেব করাতে
জীবনের চলার পথে
যেকোনো পরিস্থিতিতে নিজেকে
সামলে নিয়ে আমার হয়ে লড়াই
করতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন