✍️ কৃষ্ণ দাস
রাতের অন্ধকারে গেস্টাপো আমার প্রিয় চা এর গন্ধ ,
হটাৎ করে মেঘের আড়ালে মুখ লুকিয়ে চাঁদ ,
আমার ঠোঁটে গরম চা এর চুমো।
আমি আমার আমিকে এক নিমিষে ভুলিয়ে দিয়ে এক কাগজেই বারবার রিস্টার্ট করছি।
মনে পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত মানুষ দের দেখে, ভাবী আমি কি একাই এই নির্জন নিহারিকা পৃথিবীতে।?
এক কাপ চা আর গরম সিঙ্গাড়া , অনেক স্মৃতি নিয়ে আসে, অতীতের।
মানুষ পূর্ণিমার চাঁদের মতোই সময় বুঝে আসে।
পরে উধাও হয়ে মিলিয়ে যায় এক সমুদ্রের অতলে।
*প্রথম অংশ