তারাও স্বাধীন হোক

 
         ✍️সুমিতা স্মৃতি

তুমি দেশভক্ত দেখছো আর আমি দেখেছি কতগুলো ক্ষুধার্ত লোক। 
তোমার আজ স্বাধীনতার দিন আর অসহায়দের শোক।। 

তুমি গায়ে রঙ মাখছো গেরুয়া, সাদা, সবুজ। 
কিন্তু তারা পেটের দায়ে শহরতলীতে ঘুরছে রোজ রোজ।। 

তোমার কাছে স্বাধীনতা মানে জাতীয় পতাকা উড়ানো। 
তাদের কাছে স্বাধীনতা মানে দুমুঠো খাবার জুটানো।। 

তোমার কাছে কতশত স্লোগান জয় হিন্দ আরও কতকি । 
তাদের মুখে একটাই স্লোগান বাবু একটু খাবার দেবে কি? 

তোমরা আজ দেশ জুড়ে তুলছো বিজয় ধ্বনি। 
তাদের চোখেমুখে আজও ক্লান্তি, হয়তো খাবার মেলেনি।। 

চোখ তুলে দেখো তাদের তারাও এদেশের'ই লোক। 
তবে আজ স্বাধীনতার দিনেও তাদের কেন শোক?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ