দুর্গতিনাশিনী মা


  ✍️ আসিব মিয়া

মা তুই তো এসেছিলি দুর্গতিনাশিনী হ'য়ে, স্বর্গ দেবতাদের আর্শীবাদ নিয়ে।
এসেছিলি মা স্বর্গ হতে মর্ত্যেলোকে,
আলোর কিরণ ছড়ায়ে মেঘেরও পালঙ্কে।
এসেছিলি মা ঢাকের বাদ্য, শঙ্খ উলুধ্বনিতে,
সিংহবাহনে মা তোর আগমন এই ধরণীতে।
এসেছিলি দশভুজায় নাশ করতে দুর্গম অসুর,
অশুভ শক্তির ঘোর আঁধার করিতে দূর।
এসেছিলি মা স্বর্গ হতে দৈব্যশক্তি নিয়ে,
'দূর্গা' রুপে শিবের সোহাগিনী হয়ে।
মা, আজ বাদে কাল ফিরবি কৈলাসে,
অশ্রুসিক্ত এই নয়ন তোর প্রত্যাগমন উচ্ছ্বাসে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ