অপেক্ষায় আমিও

✒️বিশাল দাস

অপেক্ষা করি আমিও তোমার জন্য,
থাকি নিঃশব্দে, প্রতিক্ষার এই পথচলায়। 
চাঁদের আলো, রাতের নিশীথে, কল্পনায় তোমার আগমনে। 

হাওয়া গুঞ্জন করে আমার কাছে,
যেমন তোমার স্মৃতির গান,
অপেক্ষায় আমিও, হৃদয়ে রয়ে যায়,
ফেলে আসা একটি অব্যাক্ত অভিমান। 

ওই দূর আকাশের দূরের কোথাও তুমি হেসো,
অথবা কাঁদো, জানি না। 
তবে জানি একদিন তুমি আসবে,
প্রেমের ছোঁয়ায়, সমস্ত ব্যথা মুছে যাবে। 

অপেক্ষায় আমিও, আঁকতে থাকি,
তোমার সেই চিরচেনা মুখ। 
যতই সময় চলে যাক,
তবে মনে থাকে শুধু তোমার সুখ।

একটি মন্তব্য পোস্ট করুন