মনের উৎসব বড়দিন

✒️ বিশ্বজিৎ মানিক

দিন পাল্টায় সময় বদলায়
এন্টোনি কবিয়ালের গান মনে রাখল কই,মানুষ! 
কেক,কমলালেবু, জয়নগরের মোয়া
ক্রিকেট মাঠের বাঁধনে বড়দিন পালন 
এখন শুধু স্মৃতি হয়ে রয়।

সান্টাক্লজ,ডে আউট, নাইট ক্লাবে রাতের আড্ডায় 
মহুয়ার গ্লাসে ভাসে মানুষ
কিন্তু মানুষের মন বদলালো কই! 
ঝলমলে আলো,গির্জার ঘণ্টায় পালন করা বড়দিনে 
ছোট হয়ে আসছে মানুষের মন, সাম্প্রদায়িকতার বিষে।

সাম্প্রদায়িকতায় ভরে উঠলেও 
প্রীতির মানুষ চায় একদিন এক উৎসব,
বড়দিনে শুধু নয়-- 
মানুষ খুঁজে যায় বাঁধনের ছোঁয়া 
মনের উৎসবে চায় ভালোবাসার আবেশ।

দিন বড় হোক বা ছোট
মনের আকাশে থাক সম্পর্কের সম্প্রীতি, 
মন্দির মসজিদ গির্জা পেরিয়ে 
শুধু একটাই গান হোক--
"সবাই মিলে থাকি ভালো, পাশে থাকি চিরকাল"।

একটি মন্তব্য পোস্ট করুন