খোকার চারাগাছ

✒️দীপক রঞ্জন কর

খোকাবাবু লাগায় গাছ
     দেয় তাতে জল 
বড় হয়ে ছায়া দেবে , 
    দেবে পাকা ফল ।

ডাকবে পাখি শাখায় বসে ,
    সকাল দুপুর বিকালে 
খোকাখুকি দোলনা দোলে
     দিনটি যাবে চলে।

গাছের ছায়ায় বসবে এসে 
রাখাল ছেলের দল 
বর্ষাকালে নামবে এসে
 আকাশ থেকে ঢল।

ডাকবে মা আয়রে খোকা 
     খাবার খেয়ে যা,
বলবো আমি একটু পরে 
       এখন খাবো না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন