✒️প্রতিমা দেববর্মা
ভারত বর্ষ স্বদেশ আমার
জন্ম মোর এই দেশে
ভারতের সংস্কৃতি, কৃষ্টি রীতিনীতি সবকিছুই ভালবেসে।
এই দেশেই বাস করে মোদের প্রাণের স্বজন
যাদের অবদানে জন্ম নিয়ে ধন্য আমার জীবন ।
ভারতেরই আনাচে-কানাচে শত মহাপুরুষের বা স
এক মনীষীর দেহের উপর আরেক মনীষীর নিঃশ্বাস।
দেশ মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান
বৈচিত্রের মধ্যে ঐক্য দেখি হিন্দু,খ্রিস্টান, মুসলমান।
সকলের মাঝে দেখি নিবিড় সম্পর্ক
স্বতঃস্ফূর্ত ভালোবাসার অভিনয়
অজানাকে জানা, অচেনা কে চেনা
করে প্রেম বিনিময় ।
জাতি,ধর্ম নির্বিশেষে নানা বর্ণে, নানা ধর্মের পালন
নানা ভাষায় উদ্বুদ্ধ হয়ে
গায় এক সুরে গান ।
ভারতবর্ষের ভৌগোলিক পরিবেশে সীমানা নির্ধারণ
কাশ্মীর থেকে কন্যাকুমারী
কাছার -কচ্ছের মিলন ।
ভারতের ঋতুপ্রকৃতি,পাহাড় বন রাজি, ভালোবেসে ই কাটা ব সারাজীবন
মন,প্রাণ উজাড়,১৩ পার্বণের সমাহার
সম্মিলিত প্রচেষ্টায় বাচাবো ত্রিভুবন।