কাল রাতে লেখা কবিতা

✒️অপাংশু দেবনাথ 

বৃষ্টির মতো কুয়াশা পড়ছে ঝরে এখানে ,
এখন রাত একটা দাঁড়াই গিয়ে উঠোনে।

বৃক্ষরা কিছু বলতে চায় আমাকে জড়িয়ে, 
তারা জানে না আমিও ভিজছি তারই মতো ।

কে কাকে উষ্ণতা দেবে সুদীর্ঘ এ অন্ধকারে!
দুখের কোটরা খুলে রাখি এ জীবন বাজী।

ইদানীং মানুষেরা নি:স্বার্থে দান ভুলেছে বলে
প্রতিবার খুঁড়ে খুঁড়ে নিজেকে নিজে হারাই।
তুমি খুঁজে আনো বলে জেগেছি দু:খ সরিয়ে, 
কুয়াশা ঝরে পড়ছে যেন রাতের কান্না যতো।

এখন রাত একটা ব্যর্থতা সবই আমার,
কবিতা জেনেছে সকল ব্যর্থতার পরও 
তোমার পোহানো আগুনে জ্বলে যেতে পারি নির্দ্বিধায়, যে কোনো ঘোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন