✒️পূর্ণিমা দেবনাথ
অচেনা কোন এক আত্মা,
আলগোছে আমার এই হৃদয় কোণে,
বেঁধেছে প্রেমের-ই বাসা।
আমার এই মন তাঁরই,
ভালোবাসায় বাধা।
অচেনা হইতে চেনা,
অল্পসরে বিস্তর জানা।
ভালোলাগা-ভালোবাসা,
প্রেমের টানে কাছে আসা।
ধীরে ধীরে হয়ে উঠলো,
আমার জীবনেরই ভরসা।
হাজারো আত্মার ভীরে সেই,
আমার এক সুন্দর অনুভূতি।
সুখে দুঃখে তাঁরে পাই,তাই
আমার হৃদয়ে শুধু তাঁরই ঠাঁই।
তাঁর জীবনের সাথী,
হোক অন্য কেউ!
সে-ই আমার দূরে থাকা,
ভীষণ কাছেরই কেউ।
সেই আমার আত্মারসাথী,
তাঁরই সাথে হোক,
আমার জীবনের শেষ পরিণতি!