দেওয়াল ঘড়িটার প্রতিটা কাঁটায়
তুমি যেন বহুযুগ ধরে আটকে ছিলে,
আমার অপেক্ষা হয়ে।
অনন্তকাল আমার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে
আমি কেবল তোমায় খুঁজেছি।
তোমার অপেক্ষায় কত ট্রেন ছেড়েছি,
স্টেশন তবু পাল্টাইনি।
বহুবর্ষ যাবৎ রাতের অন্ধকারটা
জেগেছে আমার সঙ্গে।
হিসেবের খাতায় কাটাকুটিসব
ভাগফল, বিয়োগফলের মাঝে
তুমি যোগফলের অভকটা বুঝিয়ে দিলে।
গোলকধাঁধায় কয়েদ হওয়া চোখদুটো যেন
ফুলের বাগানের দিশার হদিশ পেল,
উদ্বাস্তর নিজের একখানা ঠিকানা হল ।
আমার মনের প্রহরী জোনাকিদের ছুটি দিয়েছি।
মন যত প্রশ্ন করার করুক
অপেক্ষার অন্তিমে উত্তরটা যখন তুমি
তখন আমার আর
চিন্তা কিসের !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন