বিপ্লবী

✒️দিয়া সরকার

ভুলব না কোনোদিন তাদের কথা যারা দিল প্রাণ,
তারাই ছিলেন ভারতের বীর সন্তান। 

তারা রাখতে গিয়ে দেশের মান,
দেশের জন্য দিয়েছে প্রাণ। 

করলো তারা দেশ স্বাধীন,
পরাধীনতার শেকল বিহীন। 

কত জীবন কেড়ে নিল দুষ্কৃতীর গুলি,
সন্তান হারা মায়ের কোল করলো খালি। 

রক্তে লেখা থাকবে তাঁরা ইতিহাসে,
অকালে কত জীবন গেলো ভেসে। 

বুক ফুলিয়ে করলো লড়াই বীর সেনা সব,
দেশ স্বাধীন করে তাঁরা বাঁচিয়েছে কত প্রাণ। 
শহীদদের প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রণাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন