✒️সুপর্ণা মজুমদার রায়
শহরের গালিচা বিছানো মরচে পরা উঁচু সিড়িতে উঠার সাধ নেই।
শুধু হাতে একটা কলম ধরিয়ে দিও,
যাকে ভর করে উঠে আসবে তোমার শহরের মারণ অসুখের কদর্য চেহারা।
যাকে ভর করে উঠে আসবে তোমার শহরের সর্বহারা গরীবি শোষননীতি।
উঠে আসবে তোমার শহরের অন্ধকার গলিতে সেই মেধাবী মেয়েটার ধর্ষণের চিত্র।
মেরুদণ্ডহীন বেকার যুবককে বেলেল্লাপনায় বুঁদ করে রাখার চিত্র,
সাথে কর্পোরেট বুটের হুঙ্কারধ্বনি।
আমি যশ চাই না ----।
শুধু একটা কলম ধরিয়ে দিও,
যাকে ভর করে উঠে আসবে
তোমার শহরের
নেশা কারবারিদের রমরমা পাচারের গল্প।
রাতের ঘুম কেড়ে নেওয়া ছাত্রের মুঠোফোনে আসক্তি,
মাঝ বয়সীদের লেপটপে পর্নোগ্রাফিতে ডুবে যাওয়া অবসাদগ্রস্ত জীবন কাহীনি।
আর?????
আর থাকবে সত্যকে দাফন করার একমাত্র সাক্ষী অসহায় মায়ের বুক ফাঁটা কান্না।
আমি সুখ্যাতি চাই না।
শুধু একটা কলম ধরিয়ে দিও।
যাকে ভর করে তোমার রূগ্ন শহর
খুঁজে পাবে আরোগ্যের সুদীর্ঘ পথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন