ছায়াতরু

✒️দীপ্তি চক্রবর্তী

জীবন যুদ্ধে হেরে যাওয়া - 
আমি দিগন্ত পথযাত্রী।
আমি এক কুহকের কুহুতান, 
হৃদয়ের সুতো দিয়ে মালা গাঁথি
হৃদয়ে-হৃদয়ে।
পথ-প্রান্তরে দলে যাই আমি-
অনাহূত অভিমান।
আমি আকাশের টানে- 
নীল সাগরের বুকে আনি বান।
আমি নিঃশব্দে ডানা মেলি,                    
বিধ্বস্ত বিহঙ্গের মতো,
মুক্তির স্বাদ কেড়ে নিতে। 
আমি বৈশাখী ঝড় হয়ে 
তান্ডবে মাতি।
গ্লানি মাখা পরাজয় হতে- 
তমস-রাক্ষস রূপ ক্লেশ নিবারিতে।
মমতার সুধা মাখা, 
অসীম সৌন্দর্যে ঢাকা 
জীবন পথে,
আজও চেয়ে দেখি-
বিশ্ব চরাচরে,
জেগে আছে সেই চির দিবসের 
নির্লিপ্ত, নিরাসক্ত অভিমানী চোখ।
দুই ফোঁটা অশ্রু মুছে,
শান্ত নদীর মতো ফিরে যাই, 
দু-বাহু বাড়িয়ে থাকা, 
তৃষিত বক্ষের তলে, 
আজন্ম ব্যাকুলিত, 
স্নেহ-সুধা বিগলিত মাতৃক্রোড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন