বন্যপ্রাণী সংরক্ষণ

✒️প্রতিমা দেববর্মা
 
উদ্ভিদ,জীবজন্তু ও মানুষের সম্মিলিত পরিবেশে 
জীবগোষ্ঠীর সার্বিক মঙ্গল সৃষ্টি অনায়াসে l
বহু প্রজাতির উদ্ভিদ, প্রানীতে মানুষ উন্নত প্রাণী 
বাঘ,সিংহ, হরিণ, হাতি বনাঞ্চলে পাচ্ছে গ্লানি l
চোরা শিকারি অর্থের লোভে শিং,চামড়া, দাঁতের শিকার করে 
বহু প্রজাতির প্রাণী বিলুপ্ত আজ ওদের কবলে পড়ে।
জলবায়ু,মাটি,বনে মিলে জীবের অস্তিত্ব 
পরিচর্যা,রক্ষণাবেক্ষণ,পুনরুদ্ধারেই জীবজগৎ সংরক্ষিত।
নির্বিচারে বন্যপ্রাণী ধরা,গাছ কাটায় পরিবেশের ভারসাম্য নষ্ট 
বন ধ্বংস ও বন্য প্রাণী লুপ্ত হয়ে ফাঁকা জায়গা দৃষ্ট।
বন্য প্রাণীর আবাসস্থল বনভূমি,

সবাই মোরা জানি 
অর্থনীতি নির্ভর বনজ সম্পদ,বনে নির্ভর বন্যপ্রাণী।
লুপ্তপ্রায় হায়না, সজারু আরো চশমা বানর 
ভালোবাসার পরিবর্তে ওদের কপালে জুটে ছিল অনাদর 
বন সৃজন প্রকল্প করে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করব 
সেথায় পশু,পাখির অত্যাচার নিষিদ্ধের জন্য লড়াই করব।
সারা বিশ্বে গঠিত হয় আন্তর্জাতিক বিশ্ব বন্যপ্রাণী তহবিল 
বিশ্বব্যাপী সাড়ে আট শ প্রাণি সংরক্ষণের শামিল।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় বনাঞ্চল রক্ষা করব 
বন্যপ্রাণী রক্ষার প্রয়াসে ব্রতী হয়ে সেখানেই বনভোজন করব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন