প্রভাত ফেরী

✒️ড. অপর্ণা গাঙ্গুলী

ভোরের আলো উঠবে
গেয়ে কবিগুরুর সুরে
নৃত্যের তালে তালে
 আকাশ যাবে ভরে।। 
আবৃত্তির ছন্দে ছন্দে 
দুলে উঠবে চারিধার
নানা সাজে এগিয়ে যাবে
প্রভাত ফেরীর বাহার।। 
আকাশে বাতাসে ধ্বনিত
 হবে রবিঠাকুরের নাম
তোমার জন্ম দিনে জানাই
তোমায় শতকোটি প্রণাম।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন