উনিশে মে

✒️উপলব্দা দাস

মে মাসের এই দিনে, স্মরণ করি ভাষা শহীদগণে,
বাংলা ভাষার তরে, জীবন দিল যারা স্টেশনে। 

বিশ্ব জুড়ে পালিত হয়, এই মহান দিন,
মাতৃভাষার মান, অক্ষত থাকবে চিরদিন। 

বর্ণমালা গাঁথা, হৃদয়ে শ্রদ্ধা অপার,
ভাষার অধিকার চেয়েছিল বার বার। 

উনিশে চেতনা জাগে, নব উন্মাদনা,
ভাষা মোদের গর্ব, মোদের ঠিকানা। 

শহীদদের রক্তে লেখা হল ইতিহাস,
ভাষা আন্দোলনের বিজয়, ঘুচে গেল সব ত্রাস। 

উনিশে মে'র শপথ, রাখবো হৃদয় জুড়ে,
ভাষার মান রক্ষায়, আমরা থাকবো না দূরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন