অনুভবের বেদনা

✒️জয়ন্তী কর্মকার

দু সংখ্যার বয়সটা বেড়ে চলেছে মনের অজান্তেই।
ফেলে আসা অপূর্ণ মুহূর্ত গুলো মনে করিয়ে দেয় অনুভবের বেদনা।

মোহভঙ্গ হৃদয়ে 
সময়ের কাল যাপনে
সত্যি মিথ্যে আশা ভরসার মাপকাঠিতে সমাজের চালচিত্রে সময় যাপন।

আলোচনা - হৃদয় ছুঁয়ে যাওয়া সমালোচনায়-- এগিয়ে যাওয়া পথে মুখগুলো ভেসে ওঠে।

ইচ্ছে শক্তির প্রেরণায় মনের বয়সটাকে সতেজ করে ঘুরে দাঁড়াতে হবে।

দু সংখ্যার বয়সটা আভা ছড়িয়ে
পড়ন্ত বিকেলের সূর্যাস্তের মত ঢলে পড়তে দাও--
মনের বয়সটা যেন নতুন সূর্যের আলোক বিকিরণে ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন