সম্পদ

 ✒️ভবানী বিশ্বাস 

আগুন জ্বলছে, 
ছাই আছে শুধু। 
বুকজুরে কান্না 
পাথরচাপা– 

সূর্যের আলোয় 
ছেয়ে গেছে সব
অন্ধকার নেই
যেখানে লুকাব ! 

আমি আছি, থাকব
থেকে যাবে স্মৃতি– 
সম্পদ থাকবে
শুধু এ বিরহ…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন