✒️পাপিয়া দাস
নারী তুমি শক্তিস্বরূপা
তুমি দশভূজার প্রতিরূপ,
তোমায় ছাড়া এই জগৎ
রবে একেবারে নিঃশ্চুপ।
তুমি আজ মহাকাশে রেখেছ পা
দিয়েছ সপ্তসাগর পাড়ি।
তোমার হাত রেখেছো বিমান ,জাহাজে
চালাচ্ছো স্কুটার ,মোটরগাড়ি।
তোমার হাতে গড়েছো শিল্পকলা
প্রতিভা তোমার কবিতা ,গানে।
অসীম সাহস নিয়ে এগিয়ে পড়েছে
সামাজিক উন্নয়ন করতে হবে এখন এ পণ নিয়েছো প্রানে।
তুমি দূর্বল নও,নও তুমি অবলা,
ঘর সামলিয়ে, বাহির সামলাতেও তুমি হয়েছ উদ্যত,
হবে আর কতো নির্যাতিত,হবে আর কতো ধর্ষিতা,
দৃঢ় সংকল্পে এগিয়ে চলো জয়ধ্বনি দেবে এ বিশ্ব ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন