✒️বিশাল দাস
শহীদের রক্তে লেখা ইতিহাস,
পৃথিবীর বাতাসে আজও দোলে,
উনিশে মে’র সেই সকাল, জ্বলন্ত অগ্নিশোলে।
বাংলা ভাষার দাবিতে, উঠেছিল যে কণ্ঠ,
সেই কণ্ঠে লেগে ছিল সাহস, আর অন্তহীন বঞ্চ।
শিলচরের স্টেশনে, মায়ের ভাষা রক্ষায়,
শহীদ হলেন তমাল, কমলা — নাম লেখা প্রাণপণে।
কত প্রাণ নিঃশেষ হলো, বুলেটের ঝড়ে,
তবু বাংলা থামেনি, বুক ছিঁড়ে গিয়েছে ঘরে ঘরে।
সেই অক্ষরে গড়া পথ, এখনো আলো দেয়,
ভাষার অধিকারের শিখা, এখনো দীপ্ত হয়ে বয়।
ভাষা শুধু কথা নয়, আত্মার অভিব্যক্তি,
উনিশে মে তাই আজও, আমাদের চেতনার শক্তি।
উনিশে মে প্রতিটি বাঙালির অহংকার,
শহীদ ভাইদের প্রতি প্রণাম কোটি বার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন