পড়াশোনা

✒️পারমিতা সিং

সারাদিন এক কাজ, ভালো তো লাগে না,
নিত্যদিন করি যাহা, তা হল পড়াশোনা। 

সকাল সাঁঝে রাত, বিকেলের মাঝে,
একটাই কাজ, তা হল পড়াশোনা। 

লেখাপড়া করে, যাই অবিরাম,
নেই কোনো ছুটি, নেই যে বিশ্রাম। 

ছোট্ট থেকে শিখে আসা, অ, আ, ক, খ;
বড় হয়ে ভুলে যাই, এটাই দুঃখ। 

মাঝখান থেকে কেউ, যদি করে প্রশ্ন,
সবকিছু ভুলে যাই, মন হয় বিষন্ন। 

C.G.P.A এই চারটি শব্দ,
কম পেলেই নাকি, জীবন হয় নিস্তব্ধ। 

শিক্ষা মানেই নয়, C.G.P.A বৃত্ত, 
আচার ব্যবহারই, মানুষের জীবনের অর্থ। 

ইচ্ছা আমার, বড় হয়ে করবো সবার সেবা, 
করব সেবা দেশ জাতির, মা এবং বাবার। 

হবো না কোন অহংকারী, অসৎ ও মিথ্যাবাদী, 
হবো সবার বন্ধু আমি, সৎ ও সত্যবাদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন