বৃহন্নলা


🖋কাজী নিনারা বেগম

আজ কোথায় আলোর মিছিলের সমাবেশের  কারিগররা,,
তোমরা কি  বৃহন্নলা নাকি কিন্নর? 
তোমরা রোদালি দিয়ে  কান্না করা্চ্ছ।
পাড়ায় পাড়ায় জল্লাদের আস্ফালনে সমাজের কলূষিত মানুষ বিভ্রান্ত,,
নরপিশাচের রক্তমাখা থাবায় খসে্ খসে পড়ছে সেই মানবতার চাদর ট্রেক।। 
দুর্যোধনের চতূর পাশা খেলায় সমাজের মানুষ নাকি গণতন্ত্র দূর্নীতির ঘেরা কলে ফেসে গেছে,,
অসহায়ত্বের যন্ত্রনায় মানুষ দুঃশাসনের অশ্লীলতার ধ্রুপদী বস্ত্র পরিধান কেড়ে নিতে চায় মানবিক মুল্যবোধ। 
মানুষ অপেক্ষায় কবে সেই শমী বৃক্ষের মন্ত্র পড়া অস্ত্র গুলো নিশ্চিতভাবে আছে নাকি? 
হয়তো একদিন দ্বারকানাথ একবার মন্ত্র পড়া অস্ত্র গুলো জাদুর কাঠি দিয়ে আবৃত করবে,,
সমাজের সকল স্তরের মানুষদের  দুঃখের সহবাস থেকে  কাটিয়ে উঠতে সচল ও সুগম করবে,,
ঐদিন হবে মানবতার উপন্যাসের একটি নতুন অধ্যয়নের দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন