আগামী সংস্কৃতির সম্ভাবনা


✒️রেহানা বেগম হেনা

হে ঘুমন্ত নারী তোমরা 
তোমরা আড়মোড়া ভেঙে
নবাগত সূর্যে দু'পাতা মেলো,
ফেলে আসা ক্যানভাসে তাকাও অতীতের পানে।

পৃথিবীর পুণ্য জন্ম লগ্নে যেথা ছিলো উষ্ণতার পরশ 
উভয়ের একসাথে মেলবন্ধন, 
ছিলো না নরনারীর অমানবিক ভেদাভেদ,
সময়ের হাত ধরে ছিলো একসাথে পথচলা।
অজস্র বন্ধুর সময় ডিঙিয়ে 
মিলেমিশে একাকার উচ্ছ্বাসী ক্ষণে থাবা গেড়েছে শিকারী জীবন! 

অজানা দুর্বিপাকে
হঠাৎ ঘনিয়ে আসে ওরা আমারা'য়
        চরম বৈষম্যের কালোমেঘ!
কোন্ মস্তিষ্কপ্রসূত নারীত্বের সত্তা পিছনের সারিতে,
দুর্বলতার নামাবলীতে অসহায় অশুচির গণ্ডি?
যে নারীর পাল তোলা নৌকোয় 
বয়ে চলে পুরুষের সাথে মিলে সৃষ্টির ধারা,
কোন্ ছলনায় হল নারী একা গতিহারা ?

জ্ঞানী গুণী পুরুষ হয়তো বলে 
নারী অবলা, দুর্বল! 
কোন্ অভিধানে কোথা সে তেমন?
সমাজ উত্তরণে জল স্থল অন্তরীক্ষে নারী আজ সমান বেগে।
সৃষ্টির ধারক লম্বা বিনুনিরা আজ প্রাসঙ্গিক সমালোচনায় অজস্র পথে প্রান্তরে অবিচল শীর্ষে,
নানান অবতারণায় কঠিনতম দৃশ্যে।
সব খোয়ানো বিচিত্রিতায় জেগে ওঠা অদম্য সম্ভাবনা, 
পার্থিব জগতে বহু কৃষ্টি মাঝে আগামী সংস্কৃতির উদ্ভাবনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ