শনিয়াদা

✒️বিপ্লব উরাং 

কেউ মনে নাই রাখেছে
তর কথা শনিয়াদা।
কত রাত, কতদিন কানধে
লাল ঝান্ডা লিয়ে হাটেছিস বাগানে,গেরাম,শহরে।

দিনপরতিদিন উপাস করে
লড়াকু মানুষের সঙ্গে গলা মিলাইছিস,-
বলেছিস, হামদের হক দিতে হবেক।
মজুরি বাড়ানের দাবিতে টানা
পন্দর দিন বাগান বনধ ছিল।

কে রাখেছে মনে?-নাই 
তেমন করে কেউ নাই রাখেছে। 
কন কাগজে,কলমে লিখা
নাই হয়েছে তর কাহানী। 

কেনে জানি তর কথা মনে
ভাসে উঠল আাইজ।
তর মুখে শোনা কিছু কথা-
নবীন কাকা(সাঁওতাল) সুকুমারীদি (পানিকা)র
মুখে শোনা,
তদের কত কাহানী ভাসে উঠছে চখে।

কতদিন বাগানের মানুষের দুখ্ কষ্টের লড়হাই-এর
কথা বলতে গেছিস নেতাদের খিনে আগরতলা বামুটিয়ায়
পায়ে হাটে কালাছড়ালে।

জানি নাই, নাই জানি।
তর মত কত মানুষের কত কাহানী অজানাই থাকে যাবেক।
কথাও লিখা নাইখে।

মনে পড়ছে তদের কথা বারে বার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ