✒️প্রবীর পাঁন্ডে
দাও ভেঙে দাও পাষাণ আগার-
দাও খুলে দাও রূদ্ধ দুয়ার-
থাকব না আর বদ্ধ ঘরে,
যাই চলে যাই অনেক দূরে।
প্রেমের শিকল পায়ে দিয়ে
রেখো না আর কারায় পুরে;
মধুর কথায় আমায় ভূলে
হৃদয় খানি বন্দী করে।
বাঁধনহারা পাখির মতো
যাই উড়ে যাই গগন তলে,
শূন্যের সাথে মিলন হতে
নীলাভ দুটি ডানা মেলে।
রূপের মাঝে অরূপ হয়ে
যাই হারিয়ে মেঘের দেশে,
স্বর্ণ প্রদীপ জ্বালিয়ে যেথা
মেঘের বালা রয়েছে বসে।
সবল জোরে বুকের মাঝে
আকাশ টাকে আঁকড়ে ধরে
নন্দন বনে আসন পেতে
ঘুমিয়ে পড়ি দ্যু লোক পরে।
আকাশ হতে নীলিমা ছেঁকে
নয়ন ভরে করিব পান;
ঝরনা স্রোতে সুর মিলিয়ে
খোলা দিগন্তে গাহিব গান।
0 মন্তব্যসমূহ