✒️সমীরন পাল
ইচ্ছেগুলো আগের মত আর বেহিসেবি হতে চায়না।
দিগন্তহীন প্রত্যাশা নিয়ে,
এক আকাশ স্বপ্ন নিয়ে;
আগের মত আশায় আর বুক বাঁধা হয়না।
কৈশোরের ভয় মিশ্রিত নীরবতা,
অলীক কল্পনার জগতে ভেসে যাওয়া;
জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা সেই বিকেলে
মাঠের পারে গুধুলির সূর্যাস্ত দেখা আর হয়না।
ইচ্ছেগুলো আগের মত আর বেহিসেবি হতে চায়না।
পাশের পাড়ার সাথে ক্রিকেট ম্যাচ,
সমবেত চিৎকারে মাঠ কাপানো;
ছোট ছোট খুশিতে ছিল অনাবিল আনন্দ
ক্ষুদ্র আঘাতে আগের মত আর কান্না পায়না।
কল্পনায় কারো ছবি আঁকার ঝোঁক আর নেই,
বিবর্নতায় হারিয়েছে সাধের কাঙ্ক্ষিত রামধনু;
আবেগ প্রকাশ-সে কবেই হল অতীত
ধরা হয়না কারো কাছে আর আবদার বায়না।
ইচ্ছেএগুলো আগের মত আর বেহিসেবি হতে চায়না।
0 মন্তব্যসমূহ