✒️সোমা নস্কর
বাংলা ভাষার সেরা রবি
রবীন্দ্রনাথ বিশ্বকবি!
কবিতা লেখায় সিদ্ধহস্ত
কলমই তাঁর প্রধান অস্ত্র,
ছোটগল্পে স্বার্থক প্রাণ
বাংলাভাষার দিলেন মান
উপন্যাস ও লেখেন তিনি
বালক বৃদ্ধ সবাই চিনি।
বঙ্গমাতা ধন্য আজ
দেশের জন্য ও করেন কাজ
কবিগুরুর প্রধান গুণ
বঙ্গ সাহিত্যেও ছিলেন নিপুণ, নাটক কাব্যে পাই পরিচয়
অশিক্ষার অজ্ঞতা ঘোচান অপচয়
অর্জন করেন বহু প্রতিভা
বাংলা ভাষার উজ্জ্বল প্রভা।
বাঙালী যার গর্ব করেন
ধন্য বঙ্গমাতা তারে গর্ভে ধরেন
তাঁর নাম কীর্তি অক্ষয় রবে
রবীন্দ্র জয়ন্তী আসবে কবে?
বাংলা ভাষার সেরা রবি
রবীন্দ্রনাথ বিশ্বকবি!
0 মন্তব্যসমূহ