✒️বিউটি শুক্ল দাস
পাখির রবে ঘুম ভাঙ্গে
শিশির ভেজা পায়ে,
লাঙ্গল কাঁধে চাষিভাইরা
মাঠের পাশে ছুটে।
নদীর পানে জোয়ার-ভাটা
হৃদয়ে তুলে দোলা,
আকাশ আজি হাত বারিয়ে
শৈশবকে ডাকে।
শিশুর ঠোঁটের মিষ্টি হাসি
প্রাণে জাগায় পুরোনো স্মৃতি,
সময়ের টানে বাঁধা পরে
ভুলতে বসেছি সেই পুরোনো দিনটি।
মায়ের চোখে লুকিয়ে
দুপুর রোদে খেলতে যাওয়া,
সন্ধ্যা হলেই বই নিয়ে
না পড়ার বায়না ধরা।
বন্ধুদের সাথে হৈ চুঁই
এখন আর পাব কই,
সবকিছু যেন হয়ে গেছে
এখন স্মৃতির গোচর।
0 মন্তব্যসমূহ