অটুট বন্ধন ‌

✒️সঙ্গীতা গুপ্ত

অলস দুপুরে অল্প অল্প হাওয়া বয়ে যাচ্ছে,
ধরণী কে শীতল করার আগাম বার্তা দিচ্ছে,
আনমনা ছিলাম,
হাওয়ার দাপটে সম্বিত ফিরে পেলাম,
সমস্ত আকাশ জুড়ে মেঘেদের ছোটাছুটি,
মনে হয় কোন মহোৎসবে যাবার প্রস্তুতি।
গুরু গুরু গর্জন আর বিদ্যুতের আলোর ঝলকানি তে,
বুকের ভেতর কেমন অজানা আশঙ্কা জাগছে,
হঠাৎ দেখি মেঘের গা থেকে বৃষ্টির দানা ঝড়ছে,
ঝড় বিদ্যুৎ নিয়ে পৃথিবীর বুকে ঝাঁপিয়ে পড়েছে।
জমাট মত ধুলোবালি , ধুয়ে গেল জলের তোড়ে।
আকাশ যেন কেমন খালি খালি,
অভিমানী আকাশ নিশ্চুপ,
বৃষ্টির দানার সাথে,
মাটির সম্পর্কের বন্ধন থাকুক অটুট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ