✒️সুব্রত দও
সপ্ন তুমি জেগে উঠেছিলে
রঙিন এই আকাশে !
একটু আভাসে মুক্ত বাতাসের সাথে
মনকে দোলা দিয়ে !
রঙ্গিন এই আকাশে হাতছানি দিয়ে
উঠেছিলো সাতরঙা ওই রঙধনু !
সোনালী রোধে শান্ত বিকেলে...
পাখীদের একসুরে আনন্দের কলরব!
শীতের সকালে শান্ত ভোরে _
মুক্তো ঝরা ওই শিশির !
ভোরের আলোয় রোদের ছোঁয়ায়..
আজ আর নেই পাশে তুমি !
শান্ত আজ পৃথিবী,মুক্ত বাতাস...
এ যেন নিরবতারই আভাস !
হৃদয়ের আর্তনাদে ভরা নীড় হারা পাখির মতো .........
শান্ত আজ মন !
ঝড়ের আভাসে,গোধূলী বিকেলে
যেন নীরব আজ এই পৃথিবী !
আজ নেই কোন সপ্ন,নেই কোন আশা !
রঙিন অনুভূতিতে বৃষ্টিঝরা দিনে....
আজ নেই কোন আনন্দ !
চোখের কোনে অশ্রু এসে আজ শুধু
তারই আভাস দিয়ে যায় !
হয়তো ফিরবে না আর কোনদিন
থাকবে শুধু অনুভূতি জড়িয়ে !
0 মন্তব্যসমূহ