✒️ দ্বীপ বণিক
হালকা রোদ উঁকি মেরেছে,
তাল পাতার ফাঁকে,,
কাক কোকিল গান ধরেছে,
শিমুল পলাশের ডালে,,
নদীর বুকে ঢেউ উঠেছে,
বাতাসের সুরে ছন্দে,,
মাঝি জেলে নৌকা চেপে,
নদীর বুকে ভাসে,,
গাছ গুলো সব ছুঁতে চাইছে,
সূর্যের রশ্মি কনা,,
বাতাসের তালে মাথা নাড়িয়ে,
নিত্য করে সারা বেলা,,
আবার হঠাৎ বৃষ্টির মাঝে,
সূর্য লুকিয়ে গেল,,
কালো মেঘে আকাশ খানি,
ধূসর হয়ে গেল,,
0 মন্তব্যসমূহ