স্বপ্নালাপ


    ✒️    অভিজিৎ চক্রবর্ত্তী

একছড়ি গান তোমার ছোঁয়ায় স্রোতের মোহনায়। 
ঢেউয়ে ঢেউয়ে নীলসাগরে প্রেমের নৌকা বায়।। 
মন হারানোর অচিন ভোরে তোমায় খোঁজে যায়। 
কত না রঙিন স্বপ্ন শৌখিন মিশে কল্পনায়।। 
তুমি হীনা, দিন কাটে না, রাত্রির জোছনায়। 
জানো কি তুমি, খোঁজি কি আমি, চাঁদের ইশারায়।। 
তুমি যে আমার ঘুমের পরী মনের আঙিনায়। 
তুমি বিনা হায়, শূন্য আমি ভরপুর দুনিয়ায়।। 
সন্ধ্যা তারার আলো তুমি চাঁদের জোছনা। 
 আঁধার রাতে তোমার রূপের হয় না তুলনা।। 
মিঠে মিঠে আলো তোমার শান্ত ওই বাতায়নে। 
দেখে পাই সুখ চাঁদপানা মুখ মুগ্ধ দু-নয়নে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ