✒️গোপা রায়
চোখের ভিতর একটা আকাশ, চোখের ভিতর মনের ভিতর--
নীল গলে সে সমুদ্র ছোঁয়--
সমুদ্র ছোঁয় ঢেউয়ের পরে ঢেউ জড়িয়ে শেষ সীমানায়,
শেষ সীমানায় সূর্য উঠে সূর্য ডোবে-- পালের পরে পাল চলে যায় --
চোখের ভিতর মনের ভিতর।
একটা পাখি উড়বে বলে পালক ডানায় ইচ্ছে জানায়--
পাহাড় ছুঁয়ে দূরের দেশে দুঃখবিহীন সে অক্লেশে উড়ছে শুধু আকাশ জুড়ে নদী ছুঁয়ে মেঘের ভিড়ে--
চোখের ভিতর মনের ভিতর --
বিন্দু থেকে সিন্ধু হয়ে উঠুক জেগে একটা আকাশ--
চোখের ভিতর মনের ভিতর।।
0 মন্তব্যসমূহ