✒️মিঠু মল্লিক বৈদ্য
ও নতুন শুনছো-
শুনছো আমার ডাক?
আমি শেষ চৈত্রের পড়ন্ত সূর্য।
আগামীর ভোরে উঠবো যখন
নূতন আশার আলো ছড়িয়ে,তোমায় সবে করবে বরণ
প্রদীপে আর মঙ্গল ঘটে,
বাংলার পথে পথে শুনবো বৈশাখের নব আহ্বান।
নতুন, তোমায় ওরা ভাবতে চায় উদারতায়
স্বপ্ন দেখে সফলতার,
ব্যর্থতার জরতা আমার বুকে করে সমর্পণ,
হতাশার ক্ষতে আগুনি রঙ্গে টানে প্রলেপণ।
তাই বলছি শোন আমার ডাক,
অতীতের সব কালোছায়া ভুলে
নব আলোয় ভরিয়ে তোল পৃথিবী
সুখদুয়ার খুলে জড়িয়ে নাও বুকে।
অভাব যত ঢেলে দাও দিগন্তে
আমার উগ্র পরশে জ্বলে হউক ছাড়খার।
প্রভাতী আলোর মিষ্টি আবেশে
তুমি সুখ প্রদীপ জ্বালিয়ে এসো।
নতুন ওনতুন শুনছো আমার সব কথা?
অভাব আর ক্ষুধার পৃথিবীতে
তুমি নিয়ে এসো লক্ষ্মীর ভান্ডার,দুমুঠো ভাতের জোগানে দুখী মনে নেমে আসুক সুখ জোয়ার।
হিংসা বিদ্বেষ যত ডুবিয়ে দাও ঐ দূরের সাগরে
অগ্নিস্নানে স্নাত হয়ে ফিরুক তোমার কোলে
ভালোবাসার বার্তা নিয়ে প্রেম সুবাস মেখে,
চক্রান্তকারীর মুখোশ খুলে উদার মনটি টেনে এনো সমুখে।
নতুন, ও নতুন, আমার কথা শুনে
একবার এসো ফেরিওয়ালা সেজে
স্বপ্ন ভঙ্গের দুঃখ ভুলিয়ে নতুন স্বপ্নের করো বেচাকেনা
শুধু ভালোবাসা আর মঙ্গলধ্বজার দরে।
পৃথিবী আবার শান্ত হোক,প্রকৃতি হোক মনোহারী
নতুন আলোর নতুন রঙ্গে হোক রঙ্গীন।
আমি শেষ চৈত্রের পড়ন্ত সূর্য
নতুন,ওনতুন একটিবার শুনো আমার আহ্বান।
0 মন্তব্যসমূহ