✒️অসীম দেববর্মা
ফিরতে চাই শৈশবের সেই সন্ধ্যায়
লোডশেডিং হলে পড়ে
মন ঠিকতো না ঘরে
করতাম ছুটাছুটি পূর্ণিমায়
চাঁদের আলোর জ্যোৎস্নায়
সবাই বলত হও তোরা শান্ত
রাতেও কী তোদের খেলায় হয় না অন্ত !
অমাবস্যার আঁধারী সন্ধ্যায় চুপচাপ বসে
শুনতাম বড়োদের কল্পকাহিনীর গল্প
হায়রে ! শৈশব সময়ের ঘরে তোর ঠাঁয় বড়োই অল্প !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন