সত্ত্বা


                 ✍️সুবর্ণা চক্রবর্তী 
             
সম্পর্কটা কে আর নেহাৎ পোক্ত বলা যায় না ,
আবার ফেলনা ও সে নয়। অদ্ভুত এক যন্ত্রণা সদা বিরাজমান 
ব্যাখ্যা বিশ্লেষণ করা বোধ করি সম্ভব নয়। 
ছারখার করে দেয় সকল মুহূর্ত কে। 
নির্বাক হাসনুহানা ছুঁতে চায় 
     ছুঁয়ে দেখতে চায় 
     মিথ্যে আধুনিকতা কে। 
সুদূরে পাড়ি জমায় নিজেকে 
মেকী সাজে সাজিয়ে। 
পারেনি কো তবু বোঝাতে সত্ত্বাকে, 
মনখারাপের ভিজে চোখে 
শুষে নিতে চায় সে অদৃশ্য প্রেমের অনুভূতি। 
তবু কোথা যেনো রয়ে যায় 
ক্ষীণ সূতোয় জড়িয়ে সম্পর্কের ওঠানামা। 
         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন