✍️চয়ন সাহা,
কোনো এক তপ্ত দুপুরে আমি,
বুক পেতে দাঁড়িয়ে থাকা মরুভূমি,
প্রখর তাপে নিজেকে ঝলসে দিলাম!
স্বপ্ন আর বিশ্বাসে বাঁধা বুক,
উজাড় করে শুষ্ক বালিতে জড়িয়ে দিলাম।
আজ মরীচিকার মতোই ভেসে আসে,
আমিও পালিয়ে পালিয়ে বেড়াই,
নিদারুন নির্মমতায় নিজেকে বাঁচিয়ে রাখি,
বাঁচিয়ে রাখি নিজেকে সন্ধ্যা লগ্নে,
অন্তরে হাহাকার থামিবার নয়!
কেন এই তঁচকতা ?
জিজ্ঞাসা শুধু শ্রাবণের ধারায়!
দেখেছিলাম সেই তন্দ্রা হরনী চোখে,
আমারই ধূসর ফ্যাকাসে ছবি,
ভরসায় রং ভরেছিলাম অনর্গল ভাবনার,
বুক পুড়ে দেওয়া প্রখর তাপে,
ভাবনা গুলো আজ রং হারায়।
চেয়েছিলাম একবার নামুক শ্রাবণ,
হতেও পারতাম তার ইচ্ছের গড়ান!
আজি আর জুড়বে না ইচ্ছের চর,
আবেগের বুকে জমেছে তপ্ত বালি কণা!
হে শ্রাবণ আজ আর এসো না।
ঝলসে গেছে বুক শুকিয়ে যাবে তোমার গতি,
যে বালুচর জমেছে তপ্ত বুকের পাঁজরে,
তার আতিথ্য গ্রহণে আসুক আবার,
পুড়ে যাওয়া তপ্ত বালির ঝড়!!
হে শ্রাবণ আজ আর এসো না,
আজ আর এসো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন