শ্রাবণের ধারার মতো

         ✍️জয়শ্রী রায়
দিগন্তের ঐ নীলরঙা আকাশের কোনে
ঝর ঝর দুরন্ত শ্রাবণে-
মনে পরে রজনীগন্ধার মালায় সাজানো
বিকেলের বর্ষামঙ্গলের তোমার
বিরহ-গাথা, বর্ষায় ভরা
টুপ টাপ জলধারায় 
বৃষ্টির গান,সে তুমি রবীন্দ্রনাথ -
আষাঢ়ের পাখনায় উড়ে চলছে নির্ঝর 
শ্রাবনের দিকে,
মংপুর কালোবরণ ঢেউ ছুটে চলেছে
কোন মহা নেশায় মহা প্রাপ্তির সনে!!
সঙ্গী তোমার দেবদারু,পাইন
নুড়ি পাথর বিছানো তিসতার কল কল শব্দে,
কখনো গভীর খোয়াই এর প্রান্তদেশে,
একাকী বজ্রমানিকের গগম্ভীর স্বরে
গেঁথেছ আদিগন্ত মাঠের সৃষ্টি জলছবি।
বৃষ্টি ধোয়া কুমারী রঙের সূর্যে আঁকা
ঘুম ভাঙা পাহাড়।
রামধনু আঁকা আকাশের বুকেসবুজের নির্নিমেষ 
বুনোফুলের হাতছানি,
প্রথম কদম ফুলের মৌতাতে
আমার সকল চেতনা লুপ্ত
জলজ সুখের নিবিড় দুঃখে,গহীন
গহনে মগ্ন হয়ে রই
২২ শে শ্রাবন
যদিও আমার মাঝে তুমি সুপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন