চিরস্মৃতিতে তুমি

      ✍️ বিথী দেব ভট্টাচার্য
আমি একা বসে ঘরে হেরি যবে তোমার ছবি,
মনে হয় তুমি ছবি নও শুধু-
আমার কবিতারও কবি!
আঁখি পানে চেয়ে থাকি যবে দুনয়ন মেলে,
মনে হয় তুমি সত্যিই আছ-
ছবির ঐ অন্তরালে।

তুমি ছিলে বলেই প্রেম জেগেছিল শূন্য হৃদয় মাঝে,
তুমি ছিলে বলেই সুন্দর পৃথিবী-
আজও সকাল সাজে।
তোমাকে মনে করে যে আমার 
কবিতায় ছন্দ সাজে,
তোমাকে মনে করে এ প্রাণে
সুরের ঝংকার  বাজে।

তুমি নেই আজ ভাবি কেমনে!
হারিয়ে যাবে তুমি সইব কেমনে!!...
ভেবে আমার এ ব্যাকুল হৃদয়-
শান্ত থাকেনা,যে..!
তাইতো আমার চোখের ভাষায় রেখেছি তোমায় মনের কথায়,
চিরজীবিত থাকবে তুমি- আমার হৃদয় মাঝে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন