বিমর্ষে তুমি

      ✍️ পরিতোষ সরকার
সেদিন দেখেছিলাম তোমায় শহরতলীর ভিরে।
প্রতিটি গলিতে তোমার পদরেনুর স্পর্শ পরছে।
গোল চেহারায় টান-টান চোখ, আর-
মাঝে মাঝে শুকিয়ে ওঠা ঠোঁট।
বিনি বাঁধানো সত্ত্বেও অবাধ্য মেয়ে-ছেলের মতো
একগোছা চুল ভ্রু বেয়ে কানের পাশ কেটে
মাঝ গালে হাওয়ায় হাওয়ায় উড়ে -
যেন আপন নগরী সাজিয়েছে।
বিকেলের রক্তিম আলো তোমার শরীরে
ঝড়া পাতার মতন খসে পড়েছে।
চোখে-মুখে তোমার আনন্দের ভরাডুবি।
আমি জানিনে কীসের সেই আনন্দ,
যৌবনের -
না-কি সাময়িক স্বাধীনতা।
আজ দীর্ঘকাল আমি তোমার পাশে বসি,
তোমার হাত ছোঁয়ে দেই।
মাঝ রাতে ঠোঁটের উত্তপ্ত শিহরণ নিয়ে
নতুন এক আঙিনা সাজাই।
কিন্ত তবুও ফেলে আসা তোমার সেই - 
মসৃণ রুপের উদ্দামতা খুঁজে পাই না ।
জানি না কেন তোমার রুপ এখন
বড্ড ফ্যাঁকাশে লাগে।
মনে হয় যেন, কোনো এক অভিনয়ের
রঙে রাঙায়িত তুমি।
তোমার চোঁখে আর এখন তাকানো যায় না-
সব কিছু যেন বিমর্ষ লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন