পরাণ

       ✍️উজ্জ্বল ভট্টাচার্য্য
সখী মোর কই গেলা কই?
পরাণে বাঁচি
মৃত্যু যন্ত্রণা লই!
তুমি দেখলেই জানবে কোন্ কারণ!
শ্রাবণের ধারায়
আমি কত অসহায়!
শোকাশোকের সুরে 
স্মৃতি ভবঘুরে
রোজ-রোজ একটু-একটু
আগাছায় পরাণটারে কোপায়়! 
আর কত? আর কত?
সইতে পারিনা যে!
হৃদয়হীনা তুমি বড়ো স্বার্থপর!
আমারে এ অচেনা পৃথিবীর
মধ্যবিন্দু'য়
মনে হয় মিছি মিছি।
জানিনা চক্রান্ত কি'না
ছেড়ে গেলে অনাথের মত!
ফাঁসির আসামীর মতো
চিল্লায় পরাণ শান্ত হয় ফের,
কে আর খোঁজ রাখে
এতসব গোলমাল
ব্যস্ত দুনিয়ায় আগুন দাম সময়ের!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন