তুমি আসো

            ✍️সংগীতা দাস   
তুমি যে আসো বৃষ্টি হয়ে,
আমি থাকি বসে।
শ্রাবণের নবজল ধারায়, 
আমায় নিয়ে যায় ভেসে!

বৃষ্টির কলতান তোলে আলোড়ন,
ভরে যাক মনের আবরণ!
অজস্র জলধারা বেয়ে,
বহে যাক নিবিড় কানন!

আসন্নের ধারা হৃদয়ে তোলপাড়,
মনে অনাকাঙ্খিত সমাহার!
তুমি তুমি ফোঁটায় ভিজে যাক,
মনের জমিন দুনিয়ায়!

তেপান্তরের পাথর বেয়ে,
নামছে ফোয়ারাশি!
আমিও তো সেই জলে,
স্রোত হয়ে ভাসি!

শ্রাবণের বর্ষা ঋতু বৈভবশালী,
তোমার রূপ-সুধা হৃদয় স্পর্শ,
মনের প্রাণঢালা ভালোবাসা নিয়ে,
তুমি আসো শ্রাবণের ধারা হয়ে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন