💐শ্রদ্ধাঞ্জলি💐

         ✍️কবিতা সাহা

স্তব্ধ সকাল যেন আজ রবিহীন, 
অঝোরে অশ্রুধারা বইছে সারা দিন।
জমা জল ভেঙেছে বাঁধ,
বেড়েছে হৃৎস্পন্দন!
বিনামেঘেই বৃষ্টি নামলো,
তবে, এ বুঝি রবি হারানোর ক্রন্দন?
আজ শ্রাবণ ধারায় ভাসছে বুক,
ভেসে আসছে রবির সেই চেনা মুখ ।
রবির ছবি সেজে উঠেছে
শুভ্র সাদা জুঁই ফুলে,
তা দেখে চারদিক যেন,
ঝাপসা হয়ে আসছে নোনাজলে।
আজকের দিনেই বাইশে শ্রাবণ,
বিদায় নিয়েছিলেন রবি।
সৃষ্টির মাধ্যমে আজও স্মরণীয়, 
মোদের বিশ্বকবি।।
রচনা করে গেলেন তিনি 
বহু গান, কবিতা এবং গদ্য ।
বাংলা সাহিত্যকে কবিগুরুই
করেছিলেন সমৃদ্ধ।
সারা বিশ্বে বরণীয় তিনি,
বাঙালীর মহারাজা। 
শিশু মনকে  ভাবতে শিখিয়েছিলেন,
"আমরা সবাই রাজা"।
"ভেঙে মোর ঘরের চাবি 
নিয়ে যাবি কে আমারে";
এই গানের মাধ্যমে তিনি
যেমন প্রেম জাগিয়েছিলেন,
ঠিক তেমনি একা পথিককে
জুগিয়েছিলেন মনোবল-
"যদি তোর ডাক শুনে কেউ না
আসে তবে একলা চলো রে "।
তিনি বঙ্গভঙ্গ রোধের সমর্থনে,
"ও আমার দেশের মাটি"
গানের মাধ্যমে জাগ্রত
করেছিলেন দেশপ্রেম।
"জনগণমন-অধিনায়ক জয় হে"
ও "আমার সোনার বাংলা"
এই দুই রাষ্ট্রীয় সংগীতের মতো 
অনবদ্য সকল সৃষ্টির মাধ্যমে, 
সর্বদা মোদের মাঝে কবিগুরু
আজও বিরাজমান।
তাই,কবির প্রতি শ্রদ্ধা জানাই,
এবং চরণে জানাই সহস্র প্রনাম।
পরিশেষে কবিরই গানের ভাষায়;
আজ কবিকে জানাতে চাই,
"তুমি রবে নীরবে হৃদয়ে মম"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন